Advertisement
অসামাজিক কার্যকলাপের অভিযোগ সাভারে ডুবাই গেস্ট হাউজ নামে এক আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে ডুবাই গেস্ট হাউজ নামে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
তবে তাৎক্ষণিক ভাবে আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগ ৯ নারীসহ ২২ জনকে থানা নিয়ে আসা হয়েছে। তবে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আটককৃতদের মধ্যে কেউ কেউ হয়তো স্বামী-স্ত্রী থাকতে পারেন।
সে কারণে যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।