আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের লিওন শহরের কাছে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। খবর- বিবিসি।
শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় সরকারের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ভলক্স-এন-ভেলিনের ভবনটির সপ্তম তলার একটি ব্লকে আগুন লাগে। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭০ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পরিস্থিতি খুব ক্রিটিক্যাল। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিহত পাঁচ শিশুর সবার বয়স ১৫ বছরের মধ্যে। এছাড়া আহত ১০ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো জানান, কী কারণে আগুন লেগেছে তা উদ্ধার কাজ শেষ হওয়ার পর তদন্ত শুরু করা হবে। ঘটনার পর রাতেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।