জুমবাংলা ডেস্ক : আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে বিক্ষোভরত ছাত্র-জনতার কাছে এ কথা বলেন তিনি।
দিনাজপুরের বিরল থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেন ক্ষুব্ধ ছাত্রজনতা।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় সাবেক রাষ্ট্রপতি কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে আমিও মর্মাহত। এ ঘটনা তার অগোচরে ঘটেছে। এটার সঙ্গে যারা জড়িত, ইতিমধ্যে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া একটি হাই পাওয়ার কমিটি করে দেয়া হয়েছে। আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।