বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রাস্তায় গাড়ি চালানোর সময় যানজটে আটকা পড়ে অনেক সময় আমরা মনে করি যদি এখান থেকে উড়ে চলে যাওয়া যেত তাহলে কেমন হতো! জরুরি কোনো কাজ মিস হয়ে গেলে এই ভাবনা আর তীব্রতর হয়ে ওঠে। কিন্তু এবার সেই স্বপ্নই সত্যি হতে চলেছে খুব শীঘ্র।
এবার আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা গিয়েছে বিশ্বের প্রথম উড়ন্ত বাইক। এক জাপানি স্টার্টআপ কোম্পানি তৈরি করেছে এই উড়ন্ত বাইক। স্টার্টআপ কোম্পানির নাম AERWINS Technologies, তাদের তৈরি এই বাইকের নাম XTurismo।
ইতিমধ্যেই সারাবিশ্বে হইচই পড়ে গিয়েছে এই বাইক প্রথমবার সামনে আসার পর থেকে। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট একটি অটো শোতে এই বাইকটি প্রথমবারের জন্য উন্মুক্ত করা হয় বিশ্ববাসীর সামনে। বাইকটি দেখতে অনেকটা কল্পবিজ্ঞানের গল্পে থাকা বাইকের মতোই দেখতে।
মিডিয়া রিপোর্ট থেকে জন্য যাচ্ছে, এই বাইকের ওজন ৩০০ কেজি। আর সর্বোচ্চ ১০০ কিমি প্রতিঘন্টা স্পিডে উড়তে পারে এই ফ্লাইং বাইক। বর্তমানে সেই অভূতপূর্ব আকাশে উড়তে পারা বাইকের দাম ৬.১৮ কোটি টাকা।
ইনিমধ্যেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে পড়া এই বাইক স্থান পেয়েছে আন্তর্জাতিক বাজারে। জানা যাচ্ছে যে, আগামী ১০২৩ সাল থেকে আমেরিকাতে বিক্রিও হবে এই নয়া বাইক। AERWINS Technologies এর সহ প্রতিষ্ঠাফার Komatsu জানিয়েছেন যে, তারা বাইকের দাম কমানোর চেষ্টা করছে এবং সেটিকে আকারে আরও ছোট করার কাজও চলছে তাদের।
অনেকই এই গাড়ির সাথে মিল পেয়েছেন স্টার ওয়ারসে ব্যবহৃত কাল্পনিক গাড়িগুলোর। এই বাইক কাজ করলে খুবই ভালো হয়ে উঠবে আমাদের ভবিষ্যত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।