বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের ‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত নয়নতারা। এ বছর ধুমধাম করে বিয়ে করেছেন পরিচালক ভিগনেশ শিবানকে। এর আগে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা। বিয়ের আগে থেকেই খবর বের হয় বিয়ের ছবি ও ভিডিওর স্বত্ব বেশ বড় অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করেছেন অভিনেতা-নির্মাতা জুটি।
এবার জানা গেল, শুধু বিয়ে নয়, নয়নতারার জীবনের নানা অজানা দিক জানা যাবে তাকে ঘিরে নির্মিত তথ্যচিত্রে।
গতকাল শনিবার নয়নতারাকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। এই তথ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে, ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। খুব শীঘ্র এটি মুক্তি পাবে।
টিজারে নয়নতারা ও তার স্বামী ভিগনেশ শিবানকে দেখা গেছে। টিজারে নয়নতারা বলেছেন, বলেছেন, ‘যখন এ যাত্রা শুরু হয়েছিল, তখন আমার কোনো ধারণা ছিল না, আমি কোথায় গিয়ে পৌঁছাব। আমি একজন খুব সাধারণ মেয়ে, সে যা করে তাতে শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করে’। তথ্যচিত্রে সুপারস্টার স্ত্রীকে নিয়ে কথা বলেছেন ভিগনেশ শিবানও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।