বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ভাইবার ‘টু-স্টেপ ভ্যারিফিকেশন’ নামক নতুন একটি ফিচার চালু করার ঘোষণা দিয়েছে। নতুন এই নিরাপত্তা ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা পিন কোড এবং ই-মেইল ব্যবহার করে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন।
ভাইবারে মেসেজিং ইতোমধ্যেই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড; ফলে, তৃতীয় পক্ষ এর কোনো ধরনের ডেটা ব্যবহার করতে পারবেন না এবং ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার ব্যবহারকারীদের তাদের মেসেজ কে দেখছেন সে ব্যাপারটি অবগত ও নিয়ন্ত্রণের বিষয়টিকে নিশ্চিত করে। সম্প্রতি, চালু হওয়া টু-স্টেপ ভ্যারিফিকেশন ফিচারটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবে।
টু-স্টেপ ভ্যারিফিকেশন ফিচারটি ব্যবহারের জন্য একটি ছয়-সংখ্যার পিন নম্বর তৈরি করতে হবে এবং ইমেইল অ্যাড্রেস ভ্যারিফাই বা যাচাই করতে হবে। মোবাইল ডিভাইস বা ডেস্কটপের মাধ্যমে ভাইবারে লগ ইন করার জন্য ব্যবহারকারীকে তাদের ব্যক্তিগত পিন কোড প্রদান করে অ্যাকাউন্টটি যাচাই করতে হবে। কোডটি ভুলে গেলে ব্যবহারকারীকে তার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার জন্য ভ্যারিফায়েড ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে।
এছাড়াও, পিন কোড থাকলে ডেস্কটপে ভাইবার ব্যবহার করে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা যাবে। যেকেউ ডেস্কটপের মাধ্যমে তাদের ভাইবার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে পিন কোড ব্যবহার করতে পারবে।
টু-স্টেপ ভ্যারিফিকেশন স্প্যাম পাঠাতে বা ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের বিষয়টি রুখে দেয়। ভাইবার ভবিষ্যতে বায়োমেট্রিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেও কাজ করছে।
এ নিয়ে রাকুতেন ভাইবারের প্রধান তথ্য কর্মকর্তা আমির ইশ-শালোম বলেন, ‘ভাইবার ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি সব সময়ই প্রাধান্য দিয়ে থাকে। ব্যবহারকারীদের একটি সুরক্ষিত, এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন এই ফিচারটি এ অ্যাপটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।’ তিনি আরো বলেন, ‘টু-স্টেপ ভ্যারিফিকেশন আমাদের ব্যবহারকারীদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কমিয়ে দিবে এবং প্ল্যাটফর্ম সুরক্ষিত রাখতে ভাইবার যে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করছে তা ব্যবহারকারীদের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও আশ্বস্ত করবে।’
খুব শিগগিরই ভাইবারের টু-স্টেপ ভ্যারিফিকেশন ফিচারটি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে উন্মোচন করা হবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।