আঁচিল কিংবা তিল হতে পারে ক্যান্সারের কারণ

আঁচিল কিংবা তিল

লাইফস্টাইল ডেস্ক : মানুষের শরীর পরিপূর্ণভাবে বিকাশের সাথে সাথে গড়ে ওঠে তিল কিংবা আঁচিল। সাধারণভাবে আমরা এগুলোকে খুব একটা গুরুত্ব না দিলেও সামান্য এই তিল কিংবা আঁচিলই অনেক সময় ত্বকে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। আর এ ধরণের সমস্যা এড়াতে প্রয়োজন সাবধানতা ও সঠিক নির্দেশনা। আসুন জেনে নেই তিল কিংবা আঁচিল থেকে ত্বকে ক্যান্সারের কিছু লক্ষণ সম্পর্কে।

আঁচিল কিংবা তিল

১। রঙ
স্বাস্থ্যকর তিলগুলো সাধারণত একই রঙের হয়ে থাকে। খেয়াল করে দেখুন, আপনার তিল যদি অন্য কোনো রঙের হয়, বিশেষভাবে কালো কিংবা নীল তাহলে দেরি না করেই পরীক্ষা করান।

২। অ্যাসিমেট্রি
সাধারণ তিলের আকার সিমেট্রিক্যাল হয়ে থাকে। সেক্ষেত্রে যদি কারো তিল অ্যাসিমেট্রিক্যাল আকারে উঠে থাকে, তবে তার অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার।
৩। পরিধি
সাধারণত, কোনো তিল যদি ছয় মিলিমিটারের অধিক হয়, তাহলে সেটি অস্বাভাবিক ধরা হয়।

৪। বর্ডার
পরীক্ষা করে দেখুন, আপনার তিলটি কি ঝাপসা, বাঁকানো কিংবা এলোমেলো বর্ডারের? এক্ষেত্রে অবশ্যই চিকিৎসককে দেখান।

ক্যান্সারের কারণ হতে পারে গাড়ির এসি

৫। বিবর্তন
আপনি কি তিলের আকার, রঙ, পরিধিতে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? তাহলে কোনো প্রকার বিলম্ব না করেই ডাক্তার দেখান।

সূত্র: হেলথ ফর অল উইম্যান