জুমবাংলা ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র নিযাম উল আজিমকে আটক করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে রাজশাহী নগরের সাগরপাড়া মহল্লার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। তিনি এখন র্যাবের হেফাজতে রয়েছেন।
জানা গেছে, নিযাম উল আজিম রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কোনো একজন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের টিসিবি কার্ড নিয়ে জিম্মি করছিলেন।
এনিয়ে সাবিহা সুলতানা বলেন, রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়, ৩টার দিকে শেষ হয়। অভিযান শেষের দিকে ওই কাউন্সিলরকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্তে অভিযোগ চূড়ান্ত প্রমাণ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।