বিনোদন ডেস্ক : সম্প্রতি এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। আন্তর্জাতিক অভিষেকের দিন কয়েকের ব্যবধানে মুদ্রার দুপিঠই দেখলেন এই তরুণ পেসার। এমন সময়েই তার পুরোনো কয়েকটি ফেসবুক পোস্ট ঘিরে চলছে বিতর্ক ও সমালোচনা।
পুরোনো ওই পোস্টে নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের জেরে তাকে জাতীয় দল থেকে সরানোর দাবি জানাচ্ছেন কেউ কেউ। তবে নিজের এই দুঃসময়ে সতীর্থ থেকে শুরু করে অনুরাগী-অনেককেই পাশে পাচ্ছেন উদীয়মান এই পেসার। সতীর্থ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ থেকে বন্ধু মৃত্যুঞ্জয় চৌধুরী সবাই তার পাশে দাঁড়াচ্ছেন।
এবার তরুণ এই পেসারের পাশে দাঁড়ালেন ‘কাবিলা’ খ্যাত ছোট পর্দার অভিনেতা জিয়াউল আলম পলাশ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তানজিম সাকিবকে নিয়ে দেয়া মিরাজের পোস্টটি পুনঃপোস্ট করেন। সেখানে মিরাজকে ধন্যবাদ দিয়ে তিনি লেখেন, ধন্যবাদ মিরাজ ভাইকে। সাকিবের পাশে থাকার জন্য এবং সত্য কথা তুলে ধরার জন্য।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট তিন দিনের জন্য তাবলিগ জামাতে পলাশ। তাবলিগ জামাতে অংশ নেওয়া একটি ভিডিও ফেসবুকে ভাইলার হয়েছে। যেখানে দেখা যায়, পলাশ মসজিদের ভেতর ধর্মগ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে তা শুনছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।