বিনোদন ডেস্ক : এক সময়ের রুপালি পর্দা কাঁপানো চিত্রনায়িকা বনশ্রী। ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক তার। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসায় সফল হয় ছবিটি। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও আট-দশটি ছবিতে অভিনয় করেন।
নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। রুপালি পর্দার মতো জীবনও হয়ে ওঠে রঙিন। তবে বেশ কয়েক বছর ধরে সময়টা ভালো কাটছে না এক সময়ের জনপ্রিয় এ নায়িকার। মাথা গোঁজার আশ্রয়ও হারান একপর্যায়ে। শহুরে জীবনের নানা চড়াই-উতরাই শেষে তিনি ফিরে এসেছেন নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়।
নানা জায়গায় ঘুরে অবশেষে এ চিত্রনায়িকার ঠাঁই মিলেছে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে থাকছেন সেখানেই। প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া ২০ লাখ টাকার সুদ হিসেবে মাসে মাসে যা পাচ্ছেন, তা দিয়েই চলছে তার সংসার।
বনশ্রী জানান, এক সময় বিটিভিতে আবৃত্তি করতেন তিনি। ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা ছিলেন। উদীচী গণসাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনয় শেখেন সুবচন নাট্য সংসদে। অভিনয় শেখা থেকেই চলচ্চিত্রে কাজের টান তৈরি হয়। এরপর সুযোগ আসে। অভিনয় করেন ‘সোহরাব রুস্তম’ সিনেমায়। তখনকার হিট নায়ক ইলিয়াস কাঞ্চন ছিলেন তার নায়ক। তবে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরই আর্থিক অনটনে পড়েন। শাহবাগে এক সময় ফুলের ব্যবসাও করেছেন। বাসে বাসে হকারিও করতে হয়েছে তিনবেলা খাবার জোটাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।