বিনোদন ডেস্ক : হাঁটু থেকে ফ্যাট অপসারণের জন্য অস্ত্রোপচারের পর মারা গেলেন ব্রাজিলের প্রভাবশালী ও রিয়েলিটি টেলিভিশন অভিনেত্রী লুয়ানা আন্দ্রেদ। মঙ্গলবার মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তার বয়স হয়েছিল ২৯ বছর।
নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার একটি হাসপাতালে ব্যক্তিগত সার্জন ও পারিবারিকভাবে নিয়োগ করা অ্যানেস্থেসিওলজিস্ট দ্বারা অস্ত্রোপচার হয়েছিল তার।
অভিনেত্রীর মৃত্যুতে হাসপাতাল থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, শ্বাসযন্ত্রের সমস্যা অনুভব করার পর অস্ত্রোপচার হয়। কিন্তু অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর ক্যার্ডিয়াক অ্যারেস্টে বিপর্যয় ঘটে তার।
এ সময় চিকিৎসকরা হঠাৎ চিকিৎসা বন্ধ করে দেন এবং রোগীকে পরীক্ষা করেন। পরে দেখা যায় ব্যাপক থ্রম্বোসিসে ভুগছেন অভিনেত্রী। এর পর নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে। কিন্তু তাতেও ফেরানো সম্ভব হয়নি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তার।
অভিনেত্রী লুয়ানা ‘পাওয়ার কাপল-৬’ এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন দর্শকমহলে। এ ছাড়া ব্রাজিলের টেলিভিশন শো, ডোমিঙ্গো লিগ্যাল স্টেজ অ্যাস্টিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। মডেলিংয়েও খ্যাতি পেয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।