অভিনব কায়দায় ই’স’রা’য়ে’লে’র সাহায্য চাইলেন আদম তমিজী

আদম তমিজী হক

জুমবাংলা ডেস্ক : টাক মাথায়, গোঁফ-দাড়ি ছেঁটে এবার অভিনব কায়দায় ইসরায়েলের সাহায্য ও নাগরিকত্ব চেয়েছেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। ঢাকার গুলশানের নিজ বাসভবনে থাকলেও দুইদিন তা ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময়ে ফেসবুক লাইভে এসে জন্মসূত্রে ইহুদি বলেও দাবি ইসরায়েলের সাহায্য প্রার্থণা করেন তিনি।

আদম তমিজী হক

জানা যায়, আদম তমিজী বেশ কিছুদিন ধরে বিভিন্ন সময় দেশ ও দেশের বাইরে থেকে ফেসবুক লাইভে অশালীন কথাবার্তা বলেছেন। এক পর্যায়ে লাইভে তার বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন। এর মধ্যেই তিনি ১৩ নভেম্বর ঘোষণা দিয়ে দেশে ফেরেন। পরে তাকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে র‌্যাব। তবে আত্মহত্যা এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ায় এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

ফেসবুক লাইভে আদম তমিজী বলেন, ‘দ্রুত বাংলাদেশ থেকে তাকে উদ্ধার করা হোক।’ এজন্য তিনি ইসরায়েল সরকারের সহযোগিতা চেয়েছেন। গত ১৬ নভেম্বর রাতে তার মুখে দাঁড়ি থাকলেও ১৭ নভেম্বর আরেক লাইভে দেখা যায় তিনি কেটে গোঁফ-দাড়ি কেটে ফেলেছেন। দুদিনের আলাদা দুই ভিডিও প্রকাশ পেয়েছে।

ভিডিওতে আদম তমিজী হক বলেন, ‘আমি ইসরায়েলের কাছে অভিযোগ করতে চাই, বর্তমানে আমি বাংলাদেশে আটকে আছি। গত তিনদিন আমার বাসায় পানি, বিদ্যুৎ ও খাবার বন্ধ রাখা হয়েছে। আমাদের উদ্ধার করা হোক। পাশাপাশি ঘরে খাবার নেই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সে মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত আমাদের উদ্ধার করা দরকার। আমার মা অর্ধেক ইহুদি। আমি জন্মসূত্রে ইহুদি। আমি ইসরায়েলের নাগরিকত্ব চাই।’

এদিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নিজের গ্রেফতার এড়াতে এসব কর্মকাণ্ড করছেন তমিজী হক। আন্তর্জাতিক বিভিন্ন মহলের নজরে আসতে চাইছেন এবং মানসিক বিকারগ্রস্ত বলে দাবিও করতে চাচ্ছেন।

তথ্যসূত্র বলছে, আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। আনিছুর রহমান নাঈম নামে এক ব্যক্তি এ মামলা করেছেন। যা ১৫ নভেম্বর এজাহারভুক্ত হয়েছে। এরপর ১৬ নভেম্বর আদম তমিজী হককে গ্রেফতার করতে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যান র‌্যাব সদস্যরা। তবে হুমকি দেওয়া কারণে তাকে গ্রেফতার করতে পারেননি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চাকরির জীবন ছেড়ে হয়ে উঠুন ব্যবসায়ী, কম পুঁজির এই ব্যবসাতে লাভ হবে প্রচুর টাকা

গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং নিজ দল আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।