জুমবাংলা ডেস্ক : হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের বাসায় র্যাবের অভিযান এখনও চলমান রয়েছে। তবে তাকে করা হলে তিনি ‘আত্মহত্যা’ করার হুমকি দিয়েছেন বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে আদম তমিজীর গুলশানের ১১১ নম্বর রোডে হকের বাসা ঘিরে রেখেছে র্যাব সদস্যরা।
তমিজীকে গ্রেপ্তার করা হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার অল মঈন। তিনি বলছেন, তারা অভিযান চালাচ্ছেন এবং গ্রেপ্তারের চেষ্টা করছেন।
র্যাব সূত্রে জানা গেছে, তারা অভিযান চালাচ্ছেন, কিন্তু অভিযানের মুখে তিনি হুমকি দিয়ে বসেছেন। র্যাব সদস্যদের বলেন, তাকে গ্রেপ্তার করা হলে তিনি ‘আত্মহত্যা’ করবেন। শুধু তাই নয়, তার স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তমিজী।
এদিকে র্যাবের একটি সূত্র জানিয়েছে, তার বাসায় একজন বিদেশি নাগরিক রয়েছেন। তমিজী তাকে তার বন্ধু বলে দাবি করেছেন। গ্রেপ্তারের মতো পরিস্থিতি এখনও তারা পাননি। তবে তার বাসার আশপাশে র্যাব সদস্যরা রয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি সরকার এবং প্রশাসন নিয়ে নানান কটুক্তি করেন। এছাড়াও বৃহস্পতিবার বিকেলে তার শ্রমিকদের আটকে রেখে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও লাইভে অভিযোগ করেন।
এর আগে গত ১৩ নভেম্বর দেশে ফিরেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।