স্পোর্টস ডেস্ক : সেই ৪৪ বছর আগে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ জিতেছিল বাংলাদেশ। ১৯৭৯ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে ৩-২ গোলে পাওয়া সে জয়ের পর আফগানদের বিপক্ষে বারবার খালি হাতেই ফিরেছে। আলফাজ, এমিলি, সাব্বির, আরমান, নকিবরা ভেদ করতে পারেননি আফগান-দূর্গ।
এবার সে দূর্গ ভাঙার সুযোগ ভালোভাবেই পেয়েছিল বাংলাদেশ। গোলপোস্টের সামনে মোরছালিন-রাকিবদের ব্যর্থতায় আফগানদের হারানোর সে সুযোগ আর বাস্তবে রূপ নিল না। একের পর এক গোল মিসের মহড়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। কিংস অ্যারেনায় আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনা আজকের এই ম্যাচ আয়োজন করার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি পেল। অসাধারণ মূহুর্তটি জয় দিয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। গোল না করতে পারার ‘বদভ্যাস’ আজকেও ভুগিয়েছে বাংলাদেশকে।
৫৪ মিনিটে মোরছালিনের সুযোগটার কথাই চিন্তা করুন। রাকিব হোসেনের ক্রস থেকে বল আয়ত্ত্বে এনেছিলেন, সামনে ছিলেন শুধুই আফগান গোলকিপার ফয়সাল হামিদি। মাথা ঠান্ডা করে প্লেস করবেন কি, উলটো পোস্টের ওপর দিয়ে বল মেরে সুযোগ হারালেন। ৬২ মিনিটেও একই কাহিনি। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস আফগান রক্ষণভাগ ঠিকঠাক সামলাতে না পারলে বল চলে যায় রাকিবের পায়ে। তিনিও ঠিক ওই সময়টাতেই গোল করতে ভুলে গেলেন। আর হাঁপ ছেড়ে বাঁচল আফগানরা।
পুরো ম্যাচটা এমন ছোট ছোট ব্যর্থতার গল্পেরই সমন্বয়। যা শুধু হতাশাই বাড়িয়েছে। ৭ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে এ ব্যর্থতাগুলো আর হবে না, আপাতত সে আশা করা ছাড়া উপায় নেই!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।