স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। টাইগারদের বোলিং অ্যাটাক ৮ ওভারের মধ্যে তুলে নিয়েছে ৪ উইকেট।
শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ রান দিয়ে প্রথম ওভার শেষ করেন নাসুম আহমেদ। এরপর আক্রমণে এসে উইকেটের সুযোগ তৈরি করেছিলেন তাসকিন আহমেদ। তাসকিনের দ্বিতীয় বলে ব্যাট উঁচিয়ে খেলেন রহমানউল্লাহ গুরবাজ। উল্টো দিকে দৌড়ে গিয়ে এক লাফে সেই ক্যাচ লুফে নেন রনি তালুকদার। তবে রনি মাটিতে পড়ার পর বল হাত থেকে ফসকে যায়।
অন্যপ্রান্তে নাসুমকে আবার বল হাতে তুলে দেন সাকিব আল হাসান। প্রথম বলে ছক্কা হজম করলেও পরের বলেই জাজাইকে শিকারে পরিণত করেন তিনি। জাজাই হৃদয়ের কাছে ক্যাচ দিয়ে বোকা বনে যান। ১৬ রান নিয়ে ব্যাট করতে থাকা গুরবাজ ধীরে ধীরে বাংলাদেশের ভয়ের কারণ হয়ে উঠছিলেন। তাকে ফিরিয়ে টাইগারদের স্বস্তি এনে দেন তাসকিন। সীমানার কাছে গুরবাজ ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজকে।
দলীয় পঞ্চম ওভারে প্রথমবার আক্রমণে আসেন শরিফুল ইসলাম। ওই ওভারের প্রথম দুই বল ডট দেন বাংলাদেশ পেসার। পরের বলে তাকে ছক্কা হাঁকান ইব্রাহিম জাদরান। চতুর্থ বলে লিটনের কাছে ক্যাচ তুলে দেন তিনি। ধীরগতিতে খেলতে থাকা করিম জানাত আউট হন সাকিব আল হাসানের বলে।
১৪ বার চেষ্টার পরও গর্ভধারণে ব্যর্থ, সালমানের সাহায্যে সন্তানের জন্ম দিলেন তিনি
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ৫৩ রান নিয়ে ব্যাট করছে আফগানিস্তান। ১৭ রান নিয়ে মোহাম্মদ নবি ও শূন্য রানে ক্রিজে রয়েছেন নাজিবউল্লাহ জাদরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।