স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের পর এবার দল ঘোষণা করল আফগানরা।
যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ নবী। এছাড়া আসন্ন টুর্নামেন্টে দলের সেরা সব খেলোয়াড়কেই পাচ্ছে তারা। রশিদ খান, মুজিব উর রহমান কিংবা হযরতউল্লাহ জাজাঈ-সহ থাকছেন সবাই।
মঙ্গলবার (১৬ আগস্ট) স্কোয়াড ঘোষণা করে এক বিবৃতিতে আফগান প্রধান নির্বাচক নুর মালিকজাঈ বলেন, এশিয়া কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট। আর তাই আসরটির জন্য সেরা খেলোয়াড়দেরকেই বেছে নেয়া হয়েছে।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানরা। এদিকে, এশিয়া কাপের আগে মোটের ওপর প্রস্তুতিটা ভালো হয়নি নবী-রশিদদের। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান স্কোয়াড
মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাঈ, আজমতউল্লাহ ওমারজাঈ, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাঈ, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাবিন উল হক, নুর আহমাদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান এবং সামিউল্লাহ শেনওয়ারি।
স্টান্ডবাই-নিজাত মাসুদ, কাইস আহমেদ এবং শরাফউদ্দিন আশরাফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।