আন্তর্জাতিক ডেস্ক : মানব সভ্যতার বিবর্তন কোথায় হয়েছিল সেবিষয়ে প্রচুর প্রশ্ন সামনে উঠে এসেছে। কেউ বলেছেন এশিয়া, আবার কেউ বলেছেন ইউরোপ। তবে সম্প্রতি একটি সমীক্ষা থেকে বলা হয়েছে মানব সভ্যতার বিবর্তনের প্রধান স্থান ছিল আফ্রিকা। নেচার পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে বিবর্তন যেখানে শুরু হয়েছিল সেই জায়গাটি সবথেকে বেশি পিছিয়ে ছিল। সেদিক থেকে দেখতে হলে আফ্রিকা মহাদেশ হল সকলের নজরে।
![Manob Sobhota](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2025/02/Manob-Sobhota-jpg.webp?resize=788%2C498&ssl=1)
আফ্রিকার একটি ছোটো শহর থেকে একটি মানুষের পুরোনো মাথার খুলি পাওয়া গিয়েছে। সেটিকে একটি ফসিল হিসাবে দেখছেন গবেষকরা। সেখান থেকেই তারা সিদ্ধান্ত নেন এটি আফ্রিকার চিরাচরিত মানুষের ফসিল থেকে অনেক বেশি আলাদা। ফলে যেভাবে এই মানুষের মাথার খুলিটি বিবর্তন হয়েছে তাতে পৃথিবীর বিবর্তনের নতুন কাহিনী সামনে এসেছে।
চার্লস ডারউইন নামে এক বৈজ্ঞানিক এই কাজটি করে চলেছেন। তিনি মনে করেন যেভাবে এশিয়া এবং ইউরোপ যেভাবে বিকশিত হয়েছে সেই পথে যায়নি আফ্রিকা। তারা নিজেদেরকে আলাদাভাবে সামনে নিয়ে এসেছে। ১৮২৯ সালে যে হোমো খুলি পাওয়া গিয়েছিল সেখান থেকে আফ্রিকার নতুন এই বিবর্তন সামনে এসেছে। সেখানে যে মিসিং লিঙ্কটি ছিল সেটি যদি মিটিয়ে দেওয়া যেত তাহলে অতি সহজেই এই বিষয়ে আরও তথ্য সামনে চলে আসত।
দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের একটি টিম এই কাজ করছে। তারা প্রধানত মানুষের বিবর্তন নিয়ে নতুন করে কাজ শুরু করেছেন। ১৯৩৬ সালে রবার্ট ব্রুম নামে এক গবেষক তার লেখা বইতে লিখেছেন আফ্রিকা মহাদেশকে সকলে পিছিয়ে পড়া জাতি বলে মনে করলেও এরাই বিশ্বকে নতুন বিবর্তনের পথ দেখিয়েছে।
স্বাভাবিক মানুষের খুলির থেকে বেশি বড় ছিল এই সময়ে আফ্রিকার মানুষের মাথার খুলি। ফলে সেই সময় মানুষের যে বিবর্তনের সূত্রপাত ছিল সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। মাথার খুলির সাইজ বড় হওয়ার অর্থ সেই মানুষ অনেক বেশি চিন্তাভাবনা করছে এবং নিজেকে বিস্তারিত করার চেষ্টা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।