জুমবাংলা ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় এক আফ্রিকান নারীকে আটক করেছে বিজিবি। সোমবার বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীর পরশুরাম নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর বিজিবির ৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
আটক আফ্রিকান নাগরিক ইলমা (২৬) সুদানের কাটাম বারি কান্টি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘নিজকালিকাপুর বিওপির টহল দল উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আফ্রিকান নারী নাগরিক ইলমা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করে।’
তিনি আরও বলেন, ‘আটক ইলমার কাছ থেকে তার ব্যবহ্নত একটি ফোন, ১০০ মার্কিন ডলার, ভারতীয় রুপি ও দুটি ব্যাগ জব্দ করা হয়। পরে পরশুরাম থানায় হস্তান্তর করা হয় তাকে।’
Realme 14X 5G: 350MP ক্যামেরা ও 7400mAh ব্যাটারিসহ সেরা স্মার্টফোন
পরশুরামের ওই এলাকা থেকে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।