আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আদেমোলো লুকমান

lookman

খেলাধুলা ডেস্ক : ইতালিয়ান সিরি’আ তে আটালান্টার হয়ে দুর্দান্ত খেলছেন নাইজেরিয়ার ফুটবলার আদেমোলো লুকমান। ক’দিন আগে ব্যালন ডি’অরের মঞ্চেও আফ্রিকান খেলোয়াড়দের মাঝে সবার উপরে ছিলো তার নামটাই। আর নাইজেরিয়ার ফরোয়ার্ড লুকমানের হাতেই উঠলো এবার আফ্রিকার বর্ষসেরার পুরস্কার।

lookman

সোমবার কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৭ বছর বয়সী লুকমানকে বর্ষসেরা হিসেবে ঘোষণা করা হয়। মরক্কোর আশরাফ হাকিমি, গিনির সেরহু গুইরাসি, কোত দি ভোয়ার সাইমন আদিনগ্রা ও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পেছনে ফেলেন তিনি।

লন্ডনে জন্ম নেওয়া লুকমান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন, ফুলহ্যাম ও লেস্টার সিটির হয়ে খেলে ২০২২ সালে যোগ দেন ইতালিয়ান ক্লাব আটলান্টায়। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সেরি আর দলটির হয়ে ১৭ গোল করেন তিনি। চলতি মৌসুমে তো এরই মধ্যে করে ফেলেছেন ১১ গোল।

গত মে মাসে জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনকে হারিয়ে ইউরোপা লিগ জেতে আটলান্টা। ফাইনালে হ্যাটট্রিক করেন লুকমান।

নাইজেরিয়ার আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে ওঠার পথেও বড় অবদান রাখেন লুকমান। কিন্তু গত ফেব্রুয়ারিতে শিরোপা নির্ধারণী ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে হেরে যায় তার দল। ওই টুর্নামেন্টে ৩ গোল করেন তিনি।

আফ্রিকার বর্ষসেরা পুরস্কার জেতা ষষ্ঠ নাইজেরিয়ান লুকমান। গত বছর স্বীকৃতিটি পেয়েছিলেন ভিক্টর ওসিমন। সর্বোচ্চ দুইবার এই সম্মাননা পান নওয়ানকো কানু। একবার করে পুরস্কারটি ওঠে ইমানুয়েল আমুনিকে, ভিক্টর ইকেপেবা ও রাশিদি ইয়েকিনির হাতে।

জাতীয় দলের কোচ এবং অধিনায়কদের নিয়ে গঠিত একটি প্যানেল এই পুরস্কারের জন্য ভোট দেয়। তবে ভোটের হিসাব তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র জিতে নিলেন ফিফার বর্ষসেরা পুরস্কার

জাম্বিয়ার ২৪ বছর বয়সী বারব্রা বান্দা জিতেছেন আফ্রিকার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার।