স্পোর্টস ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্প্রতি পাঁচ মেয়েকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি। ওই অনুষ্ঠানে মেয়েদের দারুণ কিছু প্রশ্ন করেন উপস্থাপক। তাতে জানা যায়, আফ্রিদি তার মেয়েদের ঈদ বখশিশ দেন না।
এ ব্যাপারে আফ্রিদির ছোট মেয়ে বলেন, ‘বাবা বলেন, ঈদ বখশিশ দেবেন, কিন্তু দেন না। তবে বাবার কাছে যখন-ই টাকা চাওয়া হয়, তখন-ই তিনি দেন। আর মায়ের কাছে টাকা চাইলে বলেন, তোমার বাবাই তো দিয়ে দিলেন।’
মেয়ের এই কথার প্রতিউত্তরে আফ্রিদি বলেন, এটি এ কারণে হয় যে কেননা, মেয়েদের জন্য প্রতিটি দিন-ই ঈদের দিন। এজন্য তারা যখন-ই আমার কাছে টাকা চায় দিয়ে দিই।’
আফ্রিদির মেয়েরা জানায়, তারা গ্রামের চেয়ে শহরে ঈদ উদযাপন করে আনন্দ পায়। কেননা, গ্রামে তাদের অনেক বাধ্যবাধকতা থাকে। এজন্য শহরের বন্ধুদের সাথে সেখানেই ঈদ করতে পছন্দ করে তারা।
সূত্র : জিও নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।