স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১৩তম আসরের ১৮তম ম্যাচে শুক্রবার মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান। ভারতের বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৭ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।
ডেভিড ওয়ার্নার ১২৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেন। ১০৮ বলে ১২১ রান করেন আরেক ওপেনার মিচেল মার্শ। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে ৫ উইকেট শিকার করেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে বিশ্বকাপে দুই ম্যাচে ৫টি বা তার বেশি উইকেট শিকার করেছেন শাহিন।
বিশ্বকাপের এক ম্যাচে কোনো বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা আছে ৫৩টি। এর মধ্যে পাকিস্তানের বোলাররা ১০ বার নিয়েছেন ৫ উইকেট করে।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুবার করে বিশ্বকাপে ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে দুইজন বোলারের। কাকতালীয়ভাবে দুজনের নামেই আছে আফ্রিদি। তারা দুজনে আবার জামাই-শ্বশুর।
২০১১ সালের বিশ্বকাপে শ্রীলংকা ও কেনিয়ার বিপক্ষে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি দুইবার ৫ উইকেট নিয়েছেন।
শাহিন আফ্রিদি বিশ্বকাপে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ২০১৯ সালে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে শিকার করেন ৬ উইকেট। আজ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে নেন ৫ উইকেট।
বিশ্বকাপে সেরা বোলিং ফিগার অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার। ২০০৩ সালে পচেফস্ট্রুমে নামিবিয়ার বিপক্ষে ৭ ওভারে ১৫ রানে শিকার করেন ৭ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।