চার বছরের ফোডেন চেষ্টায় শ্যাম্পেইনের ছিপি খোলায়

ফোডেন

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে টানা চার শিরোপা জয়ের পর সবাই তখন মেতেছিলেন উল্লাসে। বাধ ভাঙা উচ্ছ্বাস ছিল সবার মাঝে। মাঠে নেমে গিয়েছিলেন সমর্থকেরা। এমন সময় ক্যামেরা তাক করা হয় ছোটো এক বাচ্চার দিকে। যিনি শ্যাম্পেইনের বোতল নিয়ে কারসাজি করছিলেন।

ফোডেন

ছোটো বাচ্চাটির বয়স মাত্র চার। সে সিটি ফুটবলার ফিল ফোডেনের ছেলে। বাবার উচ্ছ্বাসের সঙ্গে সেও গা ভাসাচ্ছিল এভাবেই। তাকে নিয়ে ডেইল মেইল তাদের লাইভ স্ট্রিমিংয়েও লিখেছে।

সেখানে প্রতিবেদক উল্লেখ করেছেন এভাবে, ‘আমাকে স্বীকার করতেই হবে, যখন স্কাই স্পোর্টস এই ক্লিপটি দেখিয়েছিল, আমি মোটামুটি একটু হেসেছিলাম…।

ফিল ফোডেন প্রিমিয়ার লিগে মৌসুমের সেরা তারকা হতে পারলেও তার ছেলে রনি ছিলেন উদযাপনের তারকা।

সে একটা শ্যাম্পেনের বোতল খুঁজে বের করে এক মিনিট ধরে সেটাকে খুলতে চেষ্টা করল, সে মদ্যপানের এক টুকরো চাইল।’

অবশেষে বিশ্বকাপ দলে আলোচিত সেই ক্রিকেটার

তবে জুনিয়র ফোডেন শেষ পর্যন্ত শ্যাম্পেইনের বোতলের মুখ খুলতে পেরেছিলেন কিনা, সেটা দেখায়নি স্কাই স্পোর্টস। না হলেই বরং খুশি সবাই। হলে কি কাণ্ডই না বাধিয়ে দেন কে জানে?