স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অর্ধেক শেষ না হতে ভরাডুবির শঙ্কায় বাংলাদেশ। এক শহর থেকে আরেক শহরে ঘুরেও ফায়দা হচ্ছে না। ৫ ম্যাচে মাত্র ১ জয়। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলে ১০ নম্বরে সাকিব আল হাসান দল।
হারের বৃত্তে ঘুরপাক টানা ৪ ম্যাচে। জয়ের সন্ধানে মুম্বাই ছেড়ে এবার কলকাতার পথে বাংলাদেশ দল।
ঐতিহাসিক ইডেন গার্ডেনসে বিশ্বকাপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর প্রতিপক্ষ পাকিস্তান।
প্রায় ৩৩ বছর পর ওয়ানডে খেলতে ‘সিটি অব জয়’ খ্যাত কলকাতায় বাংলাদেশ দল।
সর্বশেষ ইডেনে বাংলাদেশ ওয়ানডে খেলেছিল ১৯৯০ সালে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। সে ম্যাচে ৭১ রানে হেরেছিল বাংলাদেশ।
সব মিলিয়ে এই মাঠে ৪টি ম্যাচ খেলছে বাংলাদেশ। কোনো জয় নেই।
এবার বিশ্বকাপের দুটি ম্যাচে অংশ নিতে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় চাটার্ড বিমানে মুম্বাই থেকে কলকাতায় যাওয়ার কথা মাহমুদউল্লাহ রিয়াদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।