স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে ৮২ বলে ৮৭ রান করে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সিরিজ জিতে উচ্ছ্বসিত তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি গর্বিত, বিশেষ করে বাংলাদেশি ফাস্ট বোলার ম্যাচ ও সিরিজসেরা হওয়ায় আমি গর্বিত। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা একটি বিশাল অর্জন। আমরা এখন বিশ্বাস করি, আমরা বিদেশের মাটিতেও সিরিজ জিততে পারি। এই জয় সামনে এগিয়ে যেতে আমাদের আত্মবিশ্বাস দিবে। গত ৫-৬ বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো খেলছিলাম। তবে বিদেশের মাটিতে সিরিজ জিততে পারছিলাম না। এবার সেটি করতে পেরেছি।’
তামিম ধন্যবাদ জানান সাকিব আল হাসানকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাকিবের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছে। এই অবস্থায় এখানে খেলার জন্য তাঁকে অনেক ধন্যবাদ জানাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।