জরুরি সংস্কার, রক্ষণাবেক্ষণ ও অবকাঠামো উন্নয়ন কাজের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

শনিবার (১৭ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিউবো জানায়, আগামী রবিবার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিম অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
১৮ জানুয়ারি (রবিবার)
রবিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অক্সিজেন, শীতলঝর্ণা আবাসিক, গোলবাগ আবাসিক এলাকা, ওয়াজেদীয়া, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, বনানী ও গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহীদনগর, রূপনগর, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড, জাঙ্গালপাড়া, হিন্দুপাড়া, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণহাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৯ জানুয়ারি (সোমবার)
সোমবার একই সময়ে বায়েজিদ শিল্পাঞ্চলের ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এমকে স্টিল, খন্দকিয়া বাজার ও টেম্পু স্ট্যান্ড, শেরশাহ, পাহাড়িকা আবাসিক, সমবায় আবাসিক এলাকা, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদ নগর, শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেইট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকা, নজুমিয়া হাট, বুড়িশ্চর বাজার, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, খালেকের হাট এবং আজিজিয়া মাজারসংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
২০ জানুয়ারি (মঙ্গলবার)
মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গাউসিয়া ও গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ, পশ্চিম শহীদনগর, উত্তর গেইট, মির্জাপাড়া, মুরাদনগর, বিবিরহাট কাঁচাবাজার, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড় পর্যন্ত এলাকা, সামারহিল, মৌমিনবাগ, তাহেরাবাদ, আতুরার ডিপো, হাটহাজারী রোড, কুলগাঁও আবাসিক এলাকা, বালুছড়া, কুয়াইশ কলেজ এলাকা, ষোল পোল, নজুমিয়া হাট, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল ও ব্রাহ্মণহাটসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো জানিয়েছে, সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের মাধ্যমে ভবিষ্যতে আরও নিরাপদ, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আগাম ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


