বয়স ৭০ হলেও কমেনি তেজ, তৃতীয় বিয়ে কিংবদন্তি রেসলারের

কিংবদন্তি রেসলারের

স্পোর্টস ডেস্ক: কিংবদন্তি ডব্লিডব্লিউই রেসলার হাল্ক হোগান তৃতীয়বার বিয়ের জন্য একেবারে প্রস্তুত। পেশাদার কুস্তিতে হোগান মহানক্ষত্র। তিনি ডব্লিডব্লিউই-র রিংয়ে নিজের ছাপ রেখেছেন। আগামী প্রজন্মকে দিয়েছে অনুপ্রেরণা। হোগানের বয়স এখন ৭০ বছর।

কিংবদন্তি রেসলারের

তিনি সদ্যই আংটিবদল সেরেছেন ৪৫ বছরের গার্লফ্রেন্ড স্কাই ডেইলির সঙ্গে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে মাখো মাখো প্রেমে আছেন হোগান-স্কাই। পাত্রী হোগানের সঙ্গে প্রচুর ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাই দেখেই বোঝাই যাচ্ছিল যে, দু’জনের রসায়ন একেবারে জমে ক্ষীর।

হোগান বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন স্কাইয়ের জন্মদিনটা। সেদিনই বলেছিলেন মনের কথা। স্কাই পরে সেই ভিডিয়ো ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে পোস্টও করেছিলেন। হোগানের প্রথমবার বিয়ে হয়েছিল লিন্ডা ক্ল্যারিজের সঙ্গে। তাদের দুইজনের দুই সন্তানও রয়েছে। এরপর ২০১০ সালে হোগান বিয়ে করেন জেনিফার ম্যাকড্যানিয়েলকে।

নকিয়া Nokia 1100 Mini Nord প্রথম দেখাতে পছন্দ হয়ে যাওয়ার মতো ফোন

২০২১ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। একাধিক ব্রিটিশ ট্যাবলয়েডে হোগানের আংটি বদল ও প্রেম নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্কাই ডেইলি খুব একটা প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না। তিনি পেশায় অ্যাকাউন্টেন্ট ও যোগা প্রশিক্ষক। তার চেহারাও তারিফ করার মতোই।