বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিনটি সিনেমার মধ্যে হল মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য মতে শীর্ষে আছে ‘পরাণ’। মুক্তির পরদিন থেকে সিনেমাটি হলগুলোতে দর্শক টানছে। সাফল্যের ধারাবাহিকতায় ১১ থেকে দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে চলছে ‘পরাণ’।
লাইভ টেকনোলজিস লিমিটেডের প্রযোজনায় রায়হান রাফির পরিচালনায় ঈদের আলোচিত এই সিনেমার স্পেশাল শো অনুষ্ঠিত হয় শনিবার (২৩ জুলাই) বিকেলে। রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সের এই শো-তে এসেছিলেন দেশের সিনেমা ও টিভি নাটকের তারকা নির্মাতা ও শিল্পীরা।
তাদের মধ্যে উল্লেখযোগ্য তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার।
এদিন সিনেমার স্পেশাল শোতে দেখা গেলো নায়িকা দীঘি আগের চেয়ে বেশ ফিট হয়েছেন। সে সময় দীঘির কছে জানতে চাওয়া হয়েছিলো কিভাবে ফিট হলেন, ওজনই এখন কত কেজি? উত্তরে বেশ কৌশলী দীঘি। হেসে হেসে জানালেন, ‘মেয়েদের বয়স ও ওজন জিজ্ঞেস করতে নেই।’
কিছুদিন আগে দীঘি অভিনীত ‘শেষ চিঠি’ নামে একটি ওয়েব ফিল্ম মুক্তি পায় একিট ওটিটি প্লাটফর্মে। কিন্তু বড় পর্দায় বেশ ক বছর হয় তার ছবি নেই। সিনেমা হলে কবে মুক্তি পাবে তার? দীঘি বলেন, ‘বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট নিয়ে কথা চলছে। প্রজেক্টগুলো ডান হয়ে গেলেই শুটিংয়ে ফিরবেন তিনি দেন বড় পর্দায়।’
গতকাল ‘পরাণ’ দেখতে এসেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভও। শুভর সঙ্গে বেশ সখ্যতা দীঘির। তার নায়িকা হচ্ছেন কিনা জানতে চাইলেন এই অভিনেত্রী বলেন, শুভ ভাইয়ের সঙ্গে ‘মুজিব’ সিনেমায় অভিনয় করেছেন। আপাতত সেই ছবিটিই দেখার অপেক্ষায় আছেন তিনি। পাশাপাশি অপেক্ষায় আছেন ‘শ্রাবণ জোৎস্নায়’ নামে আরও একটি ছবির জন্যও।
এখন অভিনয় নিয়ে কি ভাবছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে শিশুকালে তো অভিনয় করতাম না। আমাদের যা শিখিয়ে দিতো তাই স্ক্রিনে ফুটিয়ে তুলতাম। আর বড় হওয়ার পর দায়িত্বটা অনেক বেড়ে গেছে। তো বাচ্চাদের তো আসলে কোন ঘৃণাকারী থাকে না। আর পরিপূর্ণ হওয়ার পর হেইটার্স থাকবে, সমালোচনা-আলোচনা সবই থাকবে। এটাই তো স্বাভাবিক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।