স্পোর্টস ডেস্ক : এমন দশটি বল হয়তো শুধু স্বপ্নেই দেখেছেন মোহাম্মদ সিরাজ। এভাবে তাঁর বলে ঝড়ের দিনে আম পড়ার মতো করে টপাটপ উইকেট পড়বে, এমন তো জেগে জেগে কল্পনায়ও আসার কথা নয়! কিন্তু এশিয়া কাপের ফাইনালে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তা-ই বাস্তব হতে দেখছেন ভারতীয় পেসার।
নিজের প্রথম ওভার নিয়েছেন মেডেন। দ্বিতীয় ওভারে ছয় বলের মধ্যে চার উইকেট, একটা বাউন্ডারিও খেয়েছেন। পরের ওভারের প্রথম তিন বলে ব্যাটসম্যানকে দুবার আউট করি করি করে চতুর্থ বলে আউট করেই দিলেন! নিজের দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে তৃতীয় ওভারের চতুর্থ বল – ১০ বলের মধ্যে ৫ উইকেট!
শানাকাকে বোল্ড করে পঞ্চম উইকেট পাওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোই বনে গেলেন সিরাজ। ওই যে, গোল উদ্যাপনে লাফিয়ে ওঠার পর মাটিতে নামতে নামতে ‘সিউউউউ’ বলতে বলতে দুই হাত দুই দিকে ঝাঁকিয়ে পড়ার রোনালদোর যে ভঙ্গিটা, সেটাতেই পঞ্চম উইকেটের উদ্যাপন সেরেছেন সিরাজ।
এরপর ১২তম ওভারে শ্রীলঙ্কার সপ্তম উইকেটটিও নিয়েছেন সিরাজ, ইনিংসে যা তাঁর ষষ্ঠ উইকেট। সেটির উদ্যাপনেও আরেকবার রোনালদোই বনেছেন সিরাজ।
ইনিংসের তৃতীয় বলেই বুমরা যখন কুশল পেরেরাকে ফিরিয়ে দিয়েছিলেন, কে জানত, বুমরা মূল নাটকে আসলে পার্শ্বনায়কই হয়ে থাকবেন! দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে সিরাজ সুইংয়ে নাচিয়ে ছেড়েছেন কুশল মেন্ডিসকে। ছয় বলের মধ্যে তিনবার অল্পের জন্য বেঁচে গেছেন মেন্ডিস। রান নেবেন কী, উইকেট বাঁচাতেই ওভার পার!
পরের ওভারে আর কোনো পার পাওয়ার উপায় রইল না। প্রথম বলে সিরাজের সুইংয়ে বিভ্রান্ত নিশঙ্কা আলতো ঠেলতে গিয়ে ক্যাচ তুলে দিলেন, অসাধারণ ক্যাচ নিলেন জাদেজা। টুর্নামেন্টে শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে আলো ছড়ানো সাদিরা সামাবিক্রমা প্রথম বলটা পার করলেন, পরের বলে এলবিডাব্লিউ। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না। পরের বলে আবার উইকেট, ক্যাচ তুলে দিয়ে বিদায় আসালঙ্কার। এই উইকেটে অবশ্য সিরাজের চেয়ে আসালঙ্কারই কৃতিত্ব বেশি।
হ্যাটট্রিকের সামনে তখন সিরাজ। স্লিপে চারজন রেখে বোলিং সিরাজের। এরপর হলো নাটক। বলটা মিড অনে ঠেলে দিলেন নতুন ব্যাটসম্যান ধনাঞ্জয়া, কিন্তু সেখানে তো তখন ফিল্ডার নেই। স্লিপেই চারজন থাকলে সেখানে আর ফিল্ডার থাকবেন কোত্থেকে! সিরাজই বোলিং শেষে দৌড়ে গিয়ে সীমানা পর্যন্ত গেলেন। কিন্তু চার বাঁচাতে পারলেন না। সিরাজের ওভাবে দৌড়ে যাওয়া দেখে কোহলিদেরই সে কী হাসি!
পরের বলে হাসি আরও চওড়া হলো। উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট ধনাঞ্জয়া। ২ ওভারে ৪ রানে ৪ উইকেট সিরাজের।
নিজের পরের ওভারে প্রথম তিন বলে দুবার ব্যাটসম্যানকে পরাস্ত করে চতুর্থ বলে বোল্ডই করে দিলেন সিরাজ। পাঁচ উইকেট হয়ে গেল, হলো রোনালদোর উদ্যাপনও।
সিরাজকে তাই টানা ওভার করিয়ে যেতে থাকে ভারত। ১২তম ওভারের দ্বিতীয় বলে ষষ্ঠ উইকেটও হয়ে গেল সিরাজের। দারুণ ইনসুইঙ্গারে বোল্ড মেন্ডিস। ৫.২ ওভারে ৭ রানে ৬ উইকেট হলো সিরাজের। এটিতেও আরেকবার হলো রোনালদোর সিউউউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।