লাইফস্টাইল ডেস্ক : মানুষের জন্য খাদ্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। তাই আহার করার পর বান্দার উচিত আল্লাহর প্রশংসা করা। এক্ষেত্রে রাসুল (সা.) একটি দোয়া শিখিয়েছেন যা পড়লে অতীতের গুনাহ মাফ করা হয়। দোয়াটি হলো-
হাদিসে এই দোয়াটির পাশাপাশি নতুন কাপড় পরিধানের দোয়াও বর্ণিত হয়েছে।
তা হলো-
،الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাযি আতআমানি হাযাত তাআমা ওয়া রাযাকানিহি মিন গাইরি হওলিন মিন্নি ওয়ালা কুওওয়াহ। আলহামদু লিল্লাহিল্লাযি কাসানি হাযাস সাওবা ওয়া রাযাকানিহি মিন গাইরি হওলিন মিন্নি ওয়ালা কুওওয়াহ।
অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এ খাবার আহার করিয়েছেন এবং আমার কোনো শক্তি ও কৌশল ছাড়াই তিনি আমাকে এ রিজিক দিয়েছেন। সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এ কাপড় পরিয়েছেন এবং আমার কোনো শক্তি ও কৌশল ছাড়াই তিনি আমাকে এ রিজিক দিয়েছেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সব প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ
হাদিস : মুয়াজ বিন আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি খাবার খাওয়ার পর এই দোয়া পড়ে তার আতীতের গুনাহ মাফ করা হয়। আর যে ব্যক্তি কাপড় পরিধানের পর এই দোয়া পড়ে তার আতীতের গুনাহ মাফ করা হয়। (আবু দাউদ, হাদিস : ৪০২৩)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।