বিনোদন ডেস্ক : ফ্যাশনের জগতে সবসময় নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। এবারে এআই (Artificial Intelligence) দিয়ে ডিজাইন করা ৪৫ কেজির দড়ি-স্কার্ট পরে সবাইকে চমকে দিলেন তিনি, যা তার নিজের ওজনের চেয়েও ৩ কেজি বেশি!
মনামী ঘোষ: ফ্যাশনে নতুন নিরীক্ষা
পেটিট গড়নের এই সুন্দরী অভিনেত্রী মনামী ঘোষকে না চেনার কোনো কারণ নেই। সম্প্রতি তিনি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন ‘পদাতিক’ সিনেমায় সহযোগী অভিনেত্রীর চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য।
তবে শুধু অভিনয় নয়, মনামীর ফ্যাশন সেন্সও বরাবর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফিল্মফেয়ার বাংলার অনুষ্ঠানে এআই-ডিজাইন করা এই দড়ি-স্কার্ট পরে উপস্থিত হন তিনি।
৪৫ কেজির স্কার্টে মনামী!
এই বিশেষ স্কার্টটি সম্পূর্ণ দড়ি দিয়ে তৈরি এবং এর রঙ রাখা হয়েছে স্বাভাবিক। স্কার্টের সঙ্গে মিলিয়ে তিনি পরেছেন একই রঙের টিউব টপ এবং গলায় চোকার, যেখানে দড়ির নকশার ছোঁয়া স্পষ্ট।
সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, মাত্র ৪২ কেজি ওজনের মনামী কীভাবে ৪৫ কেজির এই ভারী স্কার্ট পরে মঞ্চে পারফর্ম করলেন, সেটাই এখন সবার আলোচনার বিষয়।
মনামীর লুক নিয়ে নেটদুনিয়ায় চর্চা
মনামীর এই দুর্দান্ত লুকের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার ইনস্টাগ্রামের পোস্ট।
আপনার মতামত কী? মনামীর এই ফ্যাশন এক্সপেরিমেন্ট নিয়ে আপনার কী ধারণা?
ছবি: ইনস্টাগ্রাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।