জুমবাংলা ডেস্ক : রাজধানী চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মেট্রোরেল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন আজ বিকাল সাড়ে ৫টায় উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। আজ আর কোনো মেট্রো ট্রেন চলাচল করবে না।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আগের মতোই মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
এর আগে আজ দুপুরে মিরপুর ১০ নম্বরে মেট্রো স্টেশনের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আংশিকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।