জুমবাংলা ডেস্ক : পরিবেশের সুরক্ষা ও সুস্থ জীবনের লক্ষ্যে ২০১৮ সালের এপ্রিলে জাতিসংঘের দেয়া প্রস্তাবের ভিত্তিতে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস ঘোষণা করা হলে প্রতিবছর সব ধরনের মানুষের অংশগ্রহণে তা পালিত হয়ে আসছে। সাইকেলের জনপ্রিয়তা জনসমাজে তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য ছিল। সেই জনপ্রিয়তা কাজে লাগাতেই বিশ্ব সাইকেল দিবসের মাসেই সজল রায় তৈরি করলেন আজব এই সাইকেল।
সজল রায় এক ভিডিওবার্তায় বলেন, “আমাদের দেশে ‘হোম মেড কাস্টম বাইক’ বা ‘নিজের হাতে বানানো সাইকেল’ ব্যাপারটি তেমনভাবে প্রচলিত নয়। তবে ইউরোপের দেশগুলোয় ইদানীং বেশ জনপ্রিয়তা পেয়েছে ব্যাপারটি।”
নিজের হাতে এমনই কয়েকটি সাইকেল তৈরি করেছেন সজল রায়, যা কিনা কোনো ব্যবসায়িক চিন্তাভাবনার জায়গা থেকে করেননি তিনি। শুধু সাইকেলকে ভালোবেসে ও দূষণহীন পরিবেশ গড়ে তোলার পাগলামি থেকেই তিনি এমনটা করেন।
নিজের বানানো সাইকেলগুলোর মধ্যে এই ‘রিকম্ব্যান্ট সাইকেল’ তার বড়ই প্রিয়। প্রায় শুয়ে শুয়ে চালাতে হয় এটি। আকাশের দিকে পা তুলে এই আজব সাইকেলের প্যাডেল ঘোরানোর জন্য পথচারীরা কখনো কখনো ‘পাগল’ও বলেছেন তাকে। কিন্তু সহজে দমবার পাত্র নন সজল। জানালেন, সাইকেলের মতো একটা পরিবেশবান্ধব যানকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে তার এই ‘পাগলামো’ তিনি চালিয়ে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।