স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ১২ দিন বাকি। এই আসরে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার ফাকুন্দো তেয়ো। কিন্তু এই রেফারি তার আগেই চলে এলেন আলোচনায়। আর্জেন্টিনার ঘরোয়া লিগের একটি ম্যাচে দুই দল মিলিয়ে মোট ১০ জনকে লাল কার্ড দেখিয়েছেন তিনি।
বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাব আর্জেন্টিনার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয় তেয়োকে।
খেলায় বোকা ২-১ গোলে হেরে যায়। যেখানে ম্যাচটির অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রেসিংয়ের হয়ে গোল করেন কার্লোস আলকারাজ। তিনি গোল করার পরেই দৌড়ে বোকা জুনিয়র্সের ডাগ আউটের সামনে গিয়ে অঙ্গভঙ্গি করে উচ্ছ্বাস করতে থাকেন। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন রিজার্ভ বেঞ্চে থাকা বোকার ফুটবলাররা।
বোকার বাকি ফুটবলাররা আলকারাজকে ঘিরে ধরে ধাক্কা মারতে থাকেন। তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। সে সময় রেফারি এসে আলকারাজকে লাল কার্ড দেখান সবার আগে। পরিস্থিতি আরও ঘোলাটে হলে নিয়ন্ত্রণে আনতে একে একে দুই দলের ফুটবলারকে লাল কার্ড দেখাতে থাকেন।
ছবিটি জুম করে কুকুরের দেহটি খুঁজুন, বেশিরভাগ মানুষ ভুল উত্তর দেন
দুই দলের মোট ১০ ফুটবলারকে লাল কার্ড দেখান তেয়ো। যার মধ্যে ৭ জন বোকা জুনিয়রসের ও ৩ জন রেসিং ক্লাবের। কাতার বিশ্বকাপে তেয়ো কোন কোন ম্যাচ পরিচালনা করবেন এখনও ঠিক হয়নি। তবে এ ঘটনায় তাকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। রেফারি জীবনে তেলো এখনও পর্যন্ত ১১৮ ম্যাচ পরিচালনা করেছেন। মোট ৬১২টি হলুদ কার্ড এবং ৪৫টি লাল কার্ড দেখিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।