জুমবাংলা ডেস্ক : সিলেটের সুনামগঞ্জে চার পা নিয়ে একটি মুরগি জন্ম নিয়েছে। এ মুরগির বাচ্চাটি নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। চার পায়ের মুরগিটি দেখতে ভিড় করছেন অনেকে।
জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুর্যেরগাঁও গ্রামের সবজি বিক্রেতা অমর দাসের মেয়ে এনি রানী দাস শখ করে বাজার থেকে তিনটি মুরগি কিনে এনেছিল। কয়েক মাস লালন-পালন করার পর সম্প্রতি দুইটি মুরগি ডিম দিয়েছে। ডিম থেকে বাচ্ছা জন্ম দেওয়ার জন্য সেগুলোতে তাপ দেয়। গত বৃহস্পতিবার ডিম থেকে তিনটি বাচ্চা ফুটেছে। অন্য দুইটি বাচ্চা সুস্থ্য ও স্বাভাবিক হলেও একটি মুরগির বাচ্চার দুটি পায়ের পাশাপাশি আরও দুইটি পা দেখতে পাওয়া যায়।
তবে অতিরিক্ত পা দুটি স্বাভাবিক পায়ের চেয়ে কিছুটা খাটো হওয়ায় পা দুটি মাটিতে না পরে ঝুলে থাকে। চারটি পা নিয়ে জন্ম নেওয়া ওই মুরগিটিও বেশ সুস্থ্য আছে বলে জানিয়েছেন এনির বাবা অমর দাস।
এনি রানী দাস বলেন, ‘বাড়িতে পালন করার জন্য শখ করে আমি বাজার থেকে তিনটি মুরগি কিনে এনেছিলাম। দুইটি মুরগি ডিম দিয়েছে। বাচ্ছা তোলার জন্য একটির নিচে ১২টি ডিম দিয়েছিলাম। গত বৃহস্পতিবার সকালে সেখানে তিনটা বাচ্ছা ফুটেছে। দুইটি বাচ্ছা স্বাভাবিক হলেও একটির চারটি পা হয়েছে। তবে দুইটি পা দিয়েই হাঁটে। অন্য দুইটি পা কিছুটা ছোট ও পেছনের দিকে। বাচ্ছাটি সুস্থ্য আছে, হাঁটাচলা করতে পারে।’
এনি রানী দাসের বাবা অমর দাস বলেন, ‘আমার মেয়ে শখ করে কয়েক মাস আগে বাজার থেকে তিনটা মুরগি কিনে আনছিল। দুইটা মুরগি চাইর হালি কইরা ডিম পারছে। গত বৃহস্পতিবার সকালে একটা মুরগির কয়য়েকটা বাইচ্ছা ফুটছে। এরমধ্যে একটা বাইচ্ছার চাইরট্টা ঠেং অইছে। এই খবর পাইয়া মানুষ এই মুরগির বাইচ্ছারে দেখন আইতাছে।’
তাহিরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমদ বললেন, ‘হাঁস-মুরিগর দুইটি পা থাকাই স্বভাবিক। তবে জেনেটিক কোনো ক্রুটি বা সমস্যার কারণে এমনটা হয়ে থাকতে পারে। এটা খুবই অস্বাভাবিক ঘটনা। প্রতি ১০/১২ লাখ ছানায় এমন একটি হয়ে থাকে। সুর্যেরগাঁওয়ে একটি মুরগির ছানা চারটি পা নিয়ে জন্মেছে বলে কেউ আমাদের জানায়নি। মুরগির ছানাটির বিষয়ে খোঁজ-খবর নেব আমরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।