জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মনিষা মেহজাবিন (২৭) নামের এক গৃহবধূ। রোববার (৪ ডিসেম্বর) রাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
মনিষা মেহজাবিন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী। নাসিরউদ্দিন পেশায় একজন চাকরিজীবী। তাদের পরিবারে ১০ বছর বয়সী আরও এক পুত্রসন্তান রয়েছে।
মনিষার চিকিৎসক সাইবা আক্তার বলেন, ‘গতকাল রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন মনিষা মেহজাবিন। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন। তারা এখনো হাসপাতালেই চিকিৎসাধীন।’
তিনি আরও বলেন, ‘এ দম্পতি আগে থেকেই গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি জানতেন। আল্ট্রাসনোগ্রাফিতে এটি ধরা পড়ে। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় তারা অনেক খুশি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।