আন্তর্জাতিক ডেস্ক : একসাথে তিনজন নারীকে বিয়ে করেছেন এমন খবর প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন এক মিসরীয় যুবক। মিসরের ফায়ুম গভর্নরেটের এক নাগরিকের অনন্য বিয়ের ওপর একটি প্রতিবেদন আরব গণমাধ্যমে শেয়ার করা হয়েছে, যেখানে স্ত্রীদের নাম আসমা, বুসি এবং আমিরা দেওয়া হয়েছে।
এবার এ প্রসঙ্গে মিসরীয় যুবকের অস্বীকৃতি এবং ব্যাখ্যা উঠে এসেছে। বর বলেছেন, তিনি মাত্র দুই মহিলাকে বিয়ে করেছেন এবং তৃতীয় মহিলাটি ঘটনাক্রমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাই তাকেও ছবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুবকটি বলেছে, ছবির তৃতীয় মহিলাটি আমার স্ত্রী নন।
মিসরীয় নাগরিক আহমেদ আদেল বলেছেন, তিনি প্রথমে একজন মহিলাকে বিয়ে করেন এবং তারপর মাত্র ৬ মাস পরে দ্বিতীয় বিয়ে করেছিলেন, যা আমার প্রথম স্ত্রীর সম্মতিতে হয়েছিল। আমার দ্বিতীয় বিয়ের দিন আমার প্রথম স্ত্রী একটি সাদা পোশাক পরেন এবং উপস্থিত থেকে আনন্দে শরিক হন।
আহমেদ আদিল বলেছেন, বিয়ের ৬ মাস পর যখন আমি আমার প্রথম স্ত্রীর সাথে আবার বিয়ে করার ইচ্ছার কথা বলি, তখন সে রাজি হয়ে যায়। বিয়ের তারিখ নির্ধারণের সময় পর্যন্ত দুই মহিলা বন্ধু হয়ে ওঠেন।
সোশ্যাল মিডিয়ায় ৩টি বিয়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, মানুষের মন্তব্যে আমি খুবই দুঃখিত। কেউ কেউ বিয়ের বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং একে অবাস্তব বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বর অভিনয় করে এবং খ্যাতির আশা করে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে, যুবকটি একদিনে ৩টি মেয়েকে বিয়ে করেছে। সূত্র : জে এন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।