জুমবাংলা ডেস্ক : রাজধানী কারওয়ান বাজারে জ্যামে বাসে বসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক তরুণী। হঠাৎ জানালা দিয়ে তার মোবাইলটি নিয়ে যায় ছিনতাইকারী। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমেই ঐ ছিনতাইকারীর পেছনে ধাওয়া করেন।
ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে গেছে। ঠিক ঐ সময়ই তরুণীর চোখে পড়ে আরেকটি ছিনতাইয়ের দৃশ্য। এক নারীর ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল অপর এক ছিনতাইকারী। তখনই ধাওয়া করে ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। তার একার সাহস দেখে অনেকেই এগিয়ে আসেন।
বৃহস্পতিবার বিকেলে ঐ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীকে মাটিতে ফেলে ধোলাই দিচ্ছেন তিনি। বেশ কয়েকজন তরুণীকে থামানোর চেষ্টার পরও থামেননি তিনি। তখন আটকে রাখা ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে তার আরেক সহযোগীকে ধরে ফেলেন ঐ তরুণী।
দুই ছিনতাইকারীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকেও পুলিশের সঙ্গে থানায় যেতে হয়।
আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে তরুণী বলছেন, দুইজন ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার পরেও পুলিশ যদি আমার মোবাইল উদ্ধার না করতে পারে এরচেয়ে দুঃখজনক আর কিছু নেই। আমি একজনকে ধরে তার কাছ থেকে কথা নিয়ে আরেক ছিনতাকারী ধরে ফেললাম। আর আপনারা দুইজনকে পেয়েও ফোন উদ্ধার করতে পারছেন না?
সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত ড্যান্স দিলো যুবতী বৌদি, মুহূর্তে তুমুল ভাইরাল
তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সারোয়ার আলম খান গণমাধ্যমকে বলেন, আটক ছিনতাইকারীদের আদালতে পাঠানো হবে। আর শিক্ষার্থীর মোবাইল উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।