আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি শুক্রবার সকালের। ভারতের পাটনা থেকে দিল্লির উদ্দেশে উড়াল দিয়েছিল এয়ার ইন্ডিগোর একটি প্লেন। কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফলে তাৎক্ষণিকভাবে পাটনা বিমানবন্দরেই ফের নামিয়ে আনা হয় যাত্রীবাহী প্লেনটিকে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাটনা বিমানবন্দরের পক্ষ থেকে জানা গেছে, যাবতীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ন’টা নাগাদ বিহারের পাটনা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে ইন্ডিগোর প্লেনটি উড্ডয়ন করে। আকাশে ওড়ার পরেই সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা ১১ মিনিটের দিকে পাটনা বিমানবন্দরেই জরুরি অবতরণ করানো হয় এটিকে। পরে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় প্লেন থেকে।
প্রাথমিকভাবে জানা গেছে, উড্ডয়নের ঠিক পরেই বিকল হয়ে যায় প্লেনের একটি ইঞ্জিন। সেই জন্যই তড়িঘড়ি প্লেনটি নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাটনা বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, আপাতত বিমানবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।