Advertisement
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন।
পুলিশ জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আখাউড়া থানাধীন মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর রেলস্টেশনের স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার জয়দেবপুরের মৌসুমি আক্তার (২৬), রুমানা আক্তার (২৫), মো. ময়নাল হক (৪০) ও কসবায় সুতারমুড়া গ্রামের মো. মাসুদ মিয়া (৪২)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ছবি ও সূত্র : আরটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।