ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণা চলাকালীন অস্ত্রধারী দুই ব্যক্তি মোটরসাইকেল থেকে গুলি চালান। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেকের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, হাদীর মাথায় গুলি লাগার কারণে তার অবস্থা অত্যন্ত গুরুতর এবং তিনি বর্তমানে কোমায় রয়েছেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুকও নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।
ওসমান হাদীর রাজনৈতিক সহকর্মীরা হাসপাতালের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, তার জন্য বি নেগেটিভ রক্তের তাত্ক্ষণিক প্রয়োজন। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, তারা ঘটনাস্থলে পাঠানো টিমের রিপোর্টের অপেক্ষায় আছেন; নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



