জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ৪২ হাজার ১৪০ টাকা দিয়ে কিনে নিয়েছেন এক আড়তদার।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আফছার মোল্লার জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা।
জানা গেছে, দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় সঙ্গীদের নিয়ে জাল ফেলেন জেলে আফছার মোল্লা। দুপুর ২টার দিকে তার জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তে নিয়ে যান। ওই আড়তের মালিক সোহেল মোল্লা মাছটি প্রতি কেজি ২ হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নেন।
সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা বলেন, জেলে আফছার মোল্লার কাছ থেকে মাছটি কিনে আমার আড়তে রেখেছি। ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকা মাছটি বিক্রির আশা করছি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হালিমা সরদার বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।