স্পোর্টস ডেস্ক : একটা সময় বিশ্বকাপজয়ী লিওনেল মেসির সঙ্গে ক্লাব ফুটবলে একত্রে রাজত্ব করেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। তবে বর্তমানে দুইজন দুই প্রান্তে। মেসি বর্তমানে খেলছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে, অন্যদিকে নেইমারের নতুন ঠিকানা হতে যাচ্ছে আল হিলাল।
তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি থেকে খেলার মান, খেলোয়াড়ের মানসহ সবদিক থেকেই এগিয়ে সৌদি আরবের আল হিলাল।
দুই দলের মূল একাদশ বিশ্লেষণ করলে দেখা যায়, ইন্টার মায়ামিতে মেসি, জর্দি আলবা এবং বুস্কেটস ব্যতীত বড় কোনো নাম নেই। অন্য যেসব ফুটবলার রয়েছেন সেগুলো খুবই সাধারণ মানের। অন্যদিকে, নেইমার ব্যতীত আল হিলালে অনেক মানসম্পন্ন ফুটবলার রয়েছেন যারা ইউরোপে লম্বা সময় খেলেছেন।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, আল হিলালের মার্কেট ভ্যালু ১৬১ মিলিয়ন ইউরো, যেখানে ইন্টার মায়ামির মার্কেট ভ্যালু ৮৪ মিলিয়ন ইউরো।
মেজর লিগ সকার (এমএলএস) এবং সৌদি প্রো লিগের মধ্যে তুলনা করলেও বেশ বড় ব্যবধানেই এগিয়ে থাকবে সৌদি আরবের লিগ। সেখানকার লিগের নাম যেমন উন্নত, তেমনি দলগুলোও বেশ শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বীতামূলক।
এমএলএসে মেসি ব্যতীত বড় কোনো নাম না থাকলেও বর্তমানে অনেক তারকা ফুটবলারই সৌদি লিগের বিভিন্ন ক্লাবে যোগ দিচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মানে, করিম বেনজেমার মতো বিশ্বমানের ফুটবলাররা সৌদি লিগ মাতাচ্ছে।
আল হিলালের দল বিশ্লেষণ করলে দেখা যায়, দলটির মূল গোলরক্ষক হিসেবে রয়েছে সৌদি আরবের মোহাম্মদ আল ওয়াইস। ক্লাবটির রক্ষণভাগের মূল দায়িত্বে রয়েছে- সৌদ আব্দুল হামিদ (সৌদি আরব), কালিদু কুলিবালি (সেনেগাল), আলি আল বুলিয়াহে (সৌদি আরব), ইয়াসির আল শাহরানী (সৌদি আরব)। আল হিলালের মধ্যমাঠে বড় নাম হিসেবে রয়েছে- মোহাম্মেদ কান্নো (সৌদি আরব), সার্জেজ মিলিনকোভিচ-সাভিক (সার্বিয়া/স্পেন), রুভেন নেভেস (পর্তুগাল)।
উইঙ্গার হিসেবে রয়েছে ব্রাজিলের মাইকেল এবং সৌদি আরবের সালেম আল-দোসারি। দলটির মূল ফরোয়ার্ড হিসেবে রয়েছে ব্রাজিলের ম্যালকম। অন্যদিকে, ইন্টার মায়ামিতে মেসি, জর্দি আলবা এবং বুস্কেটস ব্যতীত তেমন বড় কোনো নাম নেই।
সবমিলিয়ে, দুই দলের তুলনামূলক পার্থক্য করলে সৌদি আরবের আল হিলাল যে স্পষ্টভাবে ইন্টার মায়ামি থেকে এগিয়ে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।