জুমবাংলা ডেস্ক : পাবনা পৌরসভার দক্ষিণ রাঘবপুরে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের বিরুদ্ধে এক ব্যবসায়ীর জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রইস উদ্দিন জানান, পৌরসভার অন্তর্গত দক্ষিণ রাঘবপুর মৌজার (মহিষের ডিপু মোড়ের ঢাকা রোডের পাশে) বায়নাকৃত রেজিস্ট্রার দলিল মূলে তার সোয়া তিন কাঠা জমি রয়েছে। ওই জমির মালিকানা দাবি করে মৃত হবিবর রহমানের ছেলে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি তসলিম হাসান খান সুইট আমাদের সাথে বিবাদ সৃষ্টি করলে তাকে বিবাদী করে মামলা দায়ের করি। ২০২১ সালের ১২ জানুয়ারি আদালত উভয় পক্ষের বক্তব্য শুনানি শেষে জমির ওপর নিষেধাজ্ঞা (স্থিতাবস্থা) জারি করেন। যা এখন পর্যন্ত বলবদ রয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধিন।
রইস জানান, দেশের বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে গত ৬ আগস্ট একদল দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে তসলিম হাসান খান সুইট জমি জবর দখল করে নির্মাণ কাজ করছেন। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমি পরিবার পরিজন নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
রইস আরও বলেন, পাবনা সদর থানার কার্যক্রম এখনো শুরু না হওয়ায় এ বিষয়ে আইনি সহযোগিতা তিনি এখনো পাননি। তবে সেনাবাহিনীর সঙ্গে তিনি যোগাযোগের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে তসলিম হাসান খান সুইটের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।