মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে এক অভিভাবক সদস্য প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রার্থী আবুল হোসেন ছাতা মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রার্থী নিজের ও প্রতীকের ছবি সম্বলিত ব্যানার টানানোতে নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানছেন না অভিযুক্ত আবুল হোসেন। তিনি একাধিক চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে ব্যানার টানিয়েছেন বলে অভিযোগ করেন অন্যান্য প্রার্থীরা।
এ নিয়ে অভিভাবক সদস্য প্রার্থী আবুল হোসেন বলেন, আমি তো শুধুমাত্র ব্যানার টানিয়েছি। কিন্ত যারা এটা নিয়ে অভিযোগ করেছে তারা তো দলবল নিয়ে মোটরসাইকেলের শোডাউন দিয়েছে। আমি চাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক। এজন্য আমি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করিনি।
বিষয়টি নিয়ে ঘিওর যুব উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার ইমরান হোসেন বলেন, এটা নির্বচনি আচরণ বিধি লঙ্ঘন। তবে আমার দায়িত্ব শুধু নির্বাচন পরিচালনা করা। বিষয়টি নিয়ে কোন অভিযোগ থাকলে ইউএনও স্যার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।