সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের পশ্চিমপাড়ার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার ইয়াহিয়া মোল্লার বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে সুবিধাভোগীরা এ অভিযোগ করেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকাল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়। প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চালের জন্য ৪৫০ টাকা দিলেও সুবিধাভোগীরা পাচ্ছেন ২৭ কেজি করে চাল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা।
একাধিক ভুক্তভোগী বলেন, “৪৫০ টাকায় ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ডিলার আমাদের ২৭ কেজি করে দিচ্ছেন। আমরা এই অনিয়মের সঠিক বিচার চাই।”
অভিযোগের বিষয়ে ডিলার ইয়াহিয়া মোল্লা বলেন, “আমি ৫০ কেজির তিন বস্তা চাল ৫ জনের মধ্যে ভাগ করে দিয়েছি। তারা বাইরে ওজন করে হয়তো কম পেয়েছেন। এরপর থেকে আমি ওজন করে ৩০ কেজি করে চাল বিতরণ করছি।”
ট্যাগ অফিসার মো. মোজাম্মেল হক বলেন, “৫০ কেজির তিন বস্তা পাঁচজনের মধ্যে বিতরণ করা হয়েছিল। তবে কিছু ভুক্তভোগী চাল কম পাওয়ার অভিযোগ করেছেন। কিছু বস্তায় ঢিলাঢালা (ওজনে ঘাটতি) থাকতে পারে। এরপর থেকে আমরা সঠিকভাবে ৩০ কেজি করে চাল বিতরণ করছি।”
দৌলতপুর উপজেলা খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, “আমি আজ অফিসে আসিনি। চাল কম দেওয়ার অভিযোগ শুনে প্রতিনিধি পাঠিয়েছি। আগামীকাল (আজ বুধবার) অফিসে এসে বিস্তারিত বলতে পারব।”
তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস দুপুর ২টার মধ্যে বন্ধ হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।