নারীর বিরুদ্ধে ইমামের বাড়ি থেকে ৪টি গরু লুটের অভিযোগ

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে এক মসজিদের ইমামের বাড়ি থেকে ৪টি গরু লুটের অভিযোগ পাওয়া গেছে।

পার্শ্ববর্তী বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা পপি আক্তারের (৩৫) বিরুদ্ধে জোরপূর্বক গরু লুটের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদী হয়ে দুমকি থানায় গরু লুটের লিখিত অভিযোগ করেছেন।

থানা পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী বাউফল উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে চিহ্নিত সুদ কারবারি পপি আক্তারের নেতৃত্বে তাশমিম, ফারুক, সোহেল গাজীসহ ৫-৬ জনের একটি বাহিনী চরগরবদি গ্রামের মসজিদের ইমাম আবু সালেহের বাড়িতে আকস্মিক তাণ্ডব চালিয়ে তার গৃহপালিত ২টি বাচ্চাসহ মোট ৪টি গরু জোরপূর্বক ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আবু সালেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দুমকি থানায় অভিযুক্তের বিরুদ্ধে গরু লুটের অভিযোগ করেছেন।

অভিযুক্ত পপি হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন যুগান্তরকে জানান, অভিযোগ পেয়ে বাউফল থানা পুলিশের সহায়তায় আজ শুক্রবার অভিযান চালিয়ে লুট হওয়া গরু উদ্ধার করে দুমকি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।