বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফটে যোগ দেবেন সদ্য বহিষ্কৃত ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। আজ সোমবার মাইক্রোসফট সিইও সত্য নাদেলা এমনটা জানিয়েছেন। স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেবেন বলে জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাদেলা নতুন ওপেনএআই সিইও হিসাবে এমেট শিয়ারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সহপ্রতিষ্ঠাতা শিয়ার কোম্পানিটির সিইও হিসাবে কাজ করেছেন এবং বছরের শুরুতে এ শীর্ষ পদ থেকে সরে দাঁড়ান তিনি।
গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক পণ্য চ্যাটজিপিটি উন্মুক্ত করে। চ্যাটজিপিটির উদ্ভাবক ও ওপেনএআই সিইও ছিলেন স্যাম অল্টম্যান। গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ এআই দুনিয়ার মানব আইকন হিসেবে পরিচিত অল্টম্যানকে বহিষ্কার করে। তাঁর এই হঠাৎ অপসারণে প্রযুক্তি বিশ্বে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়।
এক ব্লগ বার্তায় ওপেনএআই জানায়, স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা হারিয়েছেন। আর এ কারণেই তাঁকে সিইও পদ থেকে সরানো হয়েছে।
গতকাল রোববার ওপেনএআইয়ের সদর দপ্তরে গিয়েছিলেন অল্টম্যান। এ খবর প্রকাশের পর, তিনি আবার ওপেনএআইয়ের সিইও পদ ফিরে পাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল। তবে স্যাম অল্টম্যান যে আর ওপেনএআইয়ে ফিরছেন না এই বিষয়টি আজ নিশ্চিত করলেন মাইক্রোসফট সিইও নাদেলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।