স্পোর্টস ডেস্ক : গত মাসেই স্পেনের আদালত সাড়ে চার বছরের জেলের সাজা দিয়েছিলেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেসকে। এর মধ্যে মামলার তদন্ত ও শুনানি চলতে চলতেই জেলে এক বছর কাটিয়ে দিয়েছেন তিনি। তা শাস্তি পাওয়ার এক মাসের মধ্যেই জামিন পাওয়ার কাছাকাছি চলে এসেছেন আলভেস।
বার্সেলোনার আদালত আজ আলভেসে শর্তসাপেক্ষ জামিনের অনুমতি দিয়েছেন। শর্তটা কী? ১০ লাখ ইউরো জরিমানা দিতে হবে আলভেসকে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১২ কোটি টাকা।
এর বাইরেও অবশ্য আরও কিছু শর্ত দিয়েছেন আদালত। প্রথমত, ৪০ বছর বয়সী আলভেসের স্প্যানিশ ও ব্রাজিলিয়ান দুটি পাসপোর্টই আদালতে জমা দিতে হবে। অর্থাৎ, তিনি জামিন পেলেও স্পেন ছাড়তে পারবেন না। দ্বিতীয়ত, প্রতি সপ্তাহে একবার করে আদালতে হাজিরা দিয়ে যেতে হবে।
তৃতীয় শর্তটি আলভেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নারীর নিরাপত্তাসম্পর্কিত। শর্তটা হলো, ওই নারীর বাসা, অফিস বা অন্য যেকোনো জায়গা যেখানে ওই নারী সাধারণত যান বলে জানতে পেরেছেন আদালত, সেসব জায়গার ১ কিলোমিটারের মধ্যেও আলভেস যেতে পারবেন না।
অভিযোগকারী ওই নারীর আইনজীবী এস্তার গার্সিয়া অবশ্য আদালতের এই রায়ে অসন্তোষ জানিয়ে বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসিওয়ানে বলেছেন, ‘এই সিদ্ধান্ত দেখে আমি খুবই অসন্তুষ্ট। আমরা এর বিরুদ্ধে আপিল করব, কারণ আমাদের মনে হচ্ছে এই সিদ্ধান্তটা যথাযত আইন মেনে নেওয়া হয়নি।’
এই রায় কার্যকর হলে সেটা আইনটাকে ধনীদের পক্ষে সহজ বানিয়ে দেবে বলে মনে হচ্ছে গার্সিয়ার, ‘বিচারটা ধনীদের পক্ষে চলে গেল। কাউকে এভাবে মুক্ত করে দেওয়া হবে, এই ব্যাপারটাই কলঙ্কজনক, কারণ তারা তো চাইলেই ১০ লাখ ইউরো পেয়ে যাবে।’
গত মঙ্গলবার আদালতে শুনানিতে আলভেসের আইনজীবী জানিয়েছেন, আলভেসের স্পেন থেকে পালিয়ে যাওয়ার কিংবা কোনো প্রমাণাদি ধ্বংস করার শঙ্কা নেই। ভিডিও কনফারেন্সে শুনানিতে হাজিরা দেওয়া আলভেসও জানিয়েছেন, তিনি তাঁর পাসপোর্টগুলো জমা দিতে তৈরি।
তবে বাদীপক্ষের আইনজীবী আলভেসের সাড়ে চার বছরের শাস্তিকে আলভেসের অপরাধের তুলনায় যথেষ্ট নয় জানিয়ে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ৯ বছরের জেলের দাবি জানিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০২২ সালে বার্সেলোনার এক নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে সাজা পেয়েছেন আলভেস। এরপর ১৩ মাস ধরে চলেছে এই মামলার তদন্ত, সে সময়ে আলভেস জেলেই ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।