Advertisement
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর : বিবিসির।স্থানীয় সময় বুধবার (১৮ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে এক প্রশ্নের জবাবে পুতিন এ কথা বলেন।
সংবাদ সংস্থা এপির বরাতে বিবিসি জানায়, পুতিন বলেছেন, ‘রাশিয়া কারও ওপর কোনোকিছু চাপিয়ে দিচ্ছে না।’ তিনি বলেন, ‘আমরা শুধু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় কীভাবে দেখি তা নিয়ে কথা বলছি।’
পুতিন আরও বলেন, ‘সিদ্ধান্তটা সব দেশের নেতাদের ওপর ছেড়ে দেওয়া উচিত, প্রাথমিকভাবে ইরান এবং ইসরায়েলের ওপর।’
এ সময় এএফপির এক সাংবাদিক পুতিনের কাচে জানতে চান ইরান রাশিয়ার সহযোগিতা চেয়েছে কি না। জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের ইরানি বন্ধুরা আমাদের কাছে এ বিষয়ে কিছু জানতে চাননি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।