বিনোদন ডেস্ক : সাবেক স্বামী জনি ডেপের মানহানির মামলা হারের পর বিয়ের প্রস্তাব পেলেন হলিউড তারকা অ্যাম্বার হার্ড। প্রস্তাব দেওয়া ওই ব্যাক্তি সৌদি নাগরিক। চলতি মাসের শুরুতে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জিতছেন জনি ডেপ।
আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, অ্যাম্বার পারিবারিক সহিংসতার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। অ্যাম্বারকে এজন্য দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
অ্যাম্বার হার্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভয়েস নোটে ওই ব্যক্তি মার্কিন অভিনেত্রীর জীবন আনন্দ এবং সুখে ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ওই ভয়েস নোটে জপি ডেপকে বৃদ্ধ উল্লেখ করে বলা হয়েছে, অ্যাম্বার… যেহেতু তোমার জন্য সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তোমার যত্ন নেওয়ার জন্য আমি ছাড়া তোমার আর কেউ নেই। আমি লক্ষ্য করেছি, কিছু লোক তোমাকে ঘৃণা করে এবং বাজে কথা বলে।
তাই, আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ আমাদের উভয়ের মঙ্গল করুন। তুমি একটি রত্ম। কিন্তু মানুষ তা উপলব্ধি করে না। আমি সেই বৃদ্ধের চেয়ে ভালো। পোস্ট হওয়ার পর ভয়েস নোটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ১৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি দেখা হয়েছে এক লাখের বেশিবার। সুত্র – দ্যা গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।